
আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে সম্পন্ন করা হবে। সোমবার দুপুর ১টা ৫০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে আসিফ নজরুল বলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২-এর ১০ ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট জমা দেওয়ার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে এই হত্যা মামলার বিচার শেষ করা হবে।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম মুখ ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গত ১২ ডিসেম্বর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে দুর্বৃত্তরা গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।